
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রোগীকে গরুর ডাক্তার দেখানোর পরামর্শ চিকিৎসকের। সেইসঙ্গে চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই রোগীর স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। দুই অভিযোগ ঘিরে উত্তাল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হসপিটাল। ক্ষুব্ধ রোগীর পরিবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে খতিয়ে দেখার আশ্বাস দেন সুপার। সুবিচার না পাওয়া গেলে হাসপাতালে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা গিয়েছে, এগরা ১ নম্বর ব্লকের জেড়থান গ্রামের বাসিন্দা তপন বেরা তাঁর স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এর আগে আরও কয়েকজন চিকিৎসকের কাছে স্ত্রীকে নিয়ে গেলেও তাঁর রোগমুক্তি হয়নি। গত শুক্রবার হাসপাতালে গিয়ে কর্তব্যরত ডাক্তার সুপ্রতিম মান্নাকে বলেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। ওড়িশার এইমস-এ পর্যন্ত তিনি স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। কিন্তু সুগার কোনওভাবেই কমানো যাচ্ছে না। চিকিৎসককে তিনি অনুরোধ করেন, সুগারের সমস্যাটির দিকে তিনি যেন একটু বিশেষ নজর দেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। রোগীর পরিবারের এই কথা শুনে আচমকাই খেপে ওঠেন ওই চিকিৎসক।
অভিযোগ, ওই চিকিৎসক সকলের সামনে তাঁকে কটুক্তি করে বলেন, অসুখ সারাতে তিনি যেন কোনও গরুর ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করেন। চিকিৎসকের সহকর্মীরাও রোগীর বাড়ির লোককে অপমান করেন বলে অভিযোগ। এরপর রোগীকে দু'টি পরীক্ষা করে আসতে বলেন চিকিৎসক। কিন্তু সেই পরীক্ষার রিপোর্টও তিনি দেখতে চাননি বলে অভিযোগ। চূড়ান্ত অপমানজনক পরিস্থিতি তৈরি হয় যখন চিকিৎসকের সহকারী রোগীর পরিজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। সোমবার ওই রোগীর প্রতিবেশীরা হাসপাতালে এসে সুপারের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানান। তাঁদের দাবি, গ্রামের মানুষরা অনেকসময় গুছিয়ে কথা বলতে পারেন না বলে তাঁদের সঙ্গে এরকম ব্যবহার করা হবে! সুপার সমীর আচার্য্য জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। দু'পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী